মঙ্গলবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৩

৭ম ইউআইইউ জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ২০১৩ বিষয়

রাউন্ডঃ ১ - এই সংসদ মনে করে, সাম্প্রতিক যৌন নিপীড়নের আধিক্য সমাজের রক্ষণশীল দৃষ্টিভঙ্গির নগ্ন উদাহরণ

রাউন্ডঃ ২ - এই সংসদ, বাংলাদেশে ভিক্ষাবৃত্তি নিষিদ্ধ করবে।

রাউন্ডঃ ৩ - এই সংসদ, রাষ্ট্রের ধারণাকে সমর্থন করে না।

রাউন্ডঃ ৪ - এই সংসদ, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাক্রমে একটি সমন্বিত ধর্মশিক্ষা পাঠ্যপুস্তকের (প্রধান ধর্মগুলোর সমন্বয়ে) প্রচলন করবে।

রাউন্ডঃ ৫ - এই সংসদ, অপরাধী সনাক্তকরণের ক্ষেত্রে স্টিং অপারেশনকে গ্রহন করবে।

কোয়ার্টার ফাইনাল - এই সংসদ, মধ্য প্রাচ্যের ইসলামি রাষ্ট্রগুলোতে একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থাকে স্বীকৃতি দেবে।

সেমি ফাইনাল - এই সংসদ মনে করে, বাংলাদেশ-রাশিয়া সাম্প্রতিক চুক্তি একটি ভুল কুটনৈতিক সিদ্ধান্ত।

ফাইনাল - এই সংসদ, জাতীয় নিরাপত্তা ইস্যুতে, প্র্য়োজনে বিদ্রোহীদের সাথে আপোস করবে।