রবিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৩

বঙ্গবন্ধু হল আন্তঃ ক্লাব বিতর্ক উৎসব ২০১৩


'সূর্যস্নাত প্রজন্ম- শুনি বিজয় ধ্বনি-কেঁপে ওঠে বাংলাদেশ' -এই প্রতিপাদ্য সামনে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ বছরের প্রথম বিতর্ক উৎসবে আপনাকে স্বাগত। দু-বছর পর আমরা আবারো ফিরে এলাম 'আন্তঃ ক্লাব বিতর্ক উৎসব ২০১৩' নিয়ে। উত্তাল গণ-আন্দোলনের দিনগুলোতে আমাদের মাঝে এসে নিত্য ধরা দিচ্ছে একেকটি শপথের দিন। আসুন প্রজন্মের দৃপ্ত শপথে, যুক্তিতে ঋদ্ধ করি আমাদের চেতনা। যুক্তির এ মিছিল নিয়ে ছিনিয়ে আনি বিজয়। কেঁপে ওঠা বাংলাদেশে প্রজন্মের উচ্চারণ হোক আরো বলিষ্ঠ,যুক্তিসিদ্ধ।বিস্তারিত আসছে শীঘ্রই...

সময়সূচীঃ
২৮-০২-২০১৩
সকাল ১১-০০ -রিপোর্টিং
বেলা ১২-৩০- লটারি ও ব্রিফিং

Battle-Round ‘71’ (1st Round)

বেলা ২-০০- বিষয় প্রদান
বেলা ২-৩০- বিতর্ক শুরু
বিকাল ৪-০০ –দ্বিতীয় পর্যায়
সন্ধ্যা ৬-০০- আপডেট

Round-2 -‘Victory 16’
১৬ টি দল নিয়ে-

সন্ধ্যা ৭-০০- প্রথম পর্যায়
রাত ৮-০০ দ্বিতীয় পর্যায়


০১-০৩ -২০১৩
কোয়ার্টার ফাইনাল- ‘Round- ক্যাকটাস’
৮ টি দল নিয়ে...

সকাল ১০-০০ বিষয় প্রদান
বেলা ১১-০০ বিতর্ক

সময়- ২-৩০ থেকে ...
Power Round- ‘৬ দফা’

এই পর্বে উত্তীর্ণ সেরা চারটি দল প্রত্যেকেই প্রত্যেকের সাথে বিতর্কে অবতীর্ণ হবেন। মোট ছয়টি বিতর্কে প্রত্যেক দল অপর তিনটি দলের সাথে বিতর্কে অংশ নিবেন সর্বোচ্চ পয়েন্ট প্রাপ্ত দুই দল ফাইনালে উত্তীর্ণ হবেন।

বিতর্কের নিয়মাবলীঃ
* সংসদীয় বিতর্কের প্রচলিত নিয়মে বিতর্ক অনুষ্ঠিত হবে।
* প্রধানমন্ত্রীর বক্তব্যের পর বিরোধী দল ১ মিনিট সময় পাবে কৌশল নির্ধারণের জন্য।

* রেজিস্ট্রেশন ফিঃ মাত্র ৩০০ টাকা ( যেহেতু কম, দিতে দেরি করবেন না )


যোগাযোগ-
সরোয়ার আলম সিকদার-
সভাপতি- ০১৮১৪২৭৫৪৯৩

মাহমুদুল হক
সাধারণ সম্পাদক- ০১৯২১৬৭৭৬৬২

ওমর ফারুক ফাহিম-
প্রতিযোগিতা ব্যবস্থাপক-০১৯১৩০৯৪৪০৮