মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৩

বৃহত্তর নোয়াখালী বিতর্ক উৎসব ২০১৩।

মেধাবী বিতার্কিক মনোয়ার হোসেন শিবলুর স্মরণে 'আগামী ২২-২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বৃহত্তর নোয়াখালী বিতর্ক উৎসব ২০১৩। 'তারুণ্য আর যুক্তি, দুইয়ে মিলবে আগামীর মুক্তি' সেস্নাগানে লক্ষ্মীপুরের খিলবাইছা জিএফ ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে এ উৎসব আয়োজন করছে লক্ষ্মীপুর ডিবেট অ্যাসোসিয়েশন(এলডিএ)। উৎসবে তথ্যপ্রযুক্তি, ডিজিটাল বাংলাদেশ আর দেশ-বিদেশের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তির হালনাগাদ বিষয়ে যুক্তিতর্কে মেতে উঠবেন বিতার্কিকরা। বৃহত্তর নোয়াখালীর তিনটি জেলা ছাড়াও কুমিল্লা, চাঁদপুর ও ভোলা থেকে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রায় সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেবে। দুদিনের এ আয়োজনে থাকছে মনোমুগ্ধকর উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান, শোভাযাত্রা, আট ধরনের প্রদর্শনী বিতর্ক, কর্মশালা, প্রতিযোগিতা, মিট দ্য সেলিব্রেটি, ক্যাম্পফায়ার ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বিতার্কিকদের উৎসাহ দিতে খ্যাতনামা বুদ্ধিজীবী, সাংবাদিক, বিতার্কিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উৎসবে হাজির হবেন। । উৎসবে নিবন্ধন করার শেষ সময় ১০ ফেব্রুয়ারি। নিবন্ধনের জন্য যোগাযোগ : 01748903434,,016757543