মঙ্গলবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৩

একটাই দাবী- সকল যুদ্ধাপরাধীর ফাঁসী চাই !!!!


কাদের মোল্লার যাবজ্জীবন সাজা প্রমাণ করে দিয়েছে মুক্তিযুদ্ধ এখনো শেষ হয় নি !!! এ জাতির ইতিহাসের সবগুলো ক্রান্তিকালে বারবার গর্জে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সন্তানেরা। তেমনি আরেকটি ক্রান্তিকাল আজ উপস্থিত। লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত মানচিত্র আবারো খামচে ধরেছে সেই পুরনো শকুন। তাই আজ আবারো সময় এসেছে যুদ্ধে যাবার, নতুন ইতিহাস লেখার।

একটি যুদ্ধাপরাধীও যেন মৃত্যুদণ্ডের হাত থেকে রেহাই না পেতে পারে সেটি নিশ্চিৎ করার দায়িত্ব আজ আপনার হাতে, আপনি কি প্রস্তুত একুশ শতকের মুক্তিযোদ্ধা হতে?? তবে আসুন, হাতে হাত রেখে গড়ে তুলি মানব বন্ধন-

আগামীকাল, ৬ ফেব্রুয়ারি, ২০১৩, বুধবার

স্থান: রাজু ভাষ্কর্য, টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়।

আয়োজনে: ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সর্বস্তরের বিতার্কিকরা

আসুন কণ্ঠে কন্ঠ মিলাই আর সরকারের কাছে এই বার্তাটি পৌঁছে দেই- শহিদেরা মরে নাই, তারা যুগে যুগে জন্মায় !! আপনার আর আমার মাঝেই!!!

একটাই দাবী- সকল যুদ্ধাপরাধীর ফাঁসী চাই !!!!