রবিবার, ২৭ জানুয়ারী, ২০১৩

৭ম ইউআইইউ জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ২০১৩ , কলেজ ফলাফল সেমি

প্রি সেমিঃ

এনডিসি ব্লু - ভিডিসিঃ জয়ী এনডিসি ব্লু

আরডিএস একাত্তর - জিএসসিডিসি নিউটনঃ জয়ী জিএসসিডিসি নিউটন  


সেমিঃ

এনডিসি গোল্ড - এনডিসি ব্লুঃ জয়ী এনডিসি গোল্ড

আরডিএস একুশ - জিএসসিডিসি নিউটনঃ জয়ী আরডিএস একুশ

ফাইনালঃ

আরডিএস একুশ - এনডিসি গোল্ড 

আসুন প্রতিবাদ করি







এর নাম তারক চন্দ্র মন্ডল। সে শহীদ আনোয়ারা গার্লস হাই স্কুলের ইংরেজির শিক্ষক। গত ১৪ অথবা ১৫ তারিখে তার বাসায় এক ছাত্রী প্রাইভেট পড়তে আসলে সে তাকে ধর্ষন করে। মেয়েটি প্রথমে ঘটনাটি স্কুল অথোরিটিকে জানায় কিন্তু তারা ধামাচাপা দেয়ার চেস্টা করে। মেয়েটির বাবা পুলিশসহ স্কুলে গেলে প্রিঞ্চিপাল কর্নেল মোঃ শাহাদাৎ হোসেন সিকদার সাহেব পুলিশকে স্কুল চত্বরে প্রবেশ করতে দেন নাই। মেয়ের বাবাকে উনি যেভাবেই হোক ম্যানেজ করে ফেলেন। আজ স্কুল অথোরিটি একটি নোটিশ ঝুলিয়ে জানায় -

{১। এই মর্মে সংশ্লিষ্ট সকল ছাত্র/ছাত্রী ও শিক্ষককে জানানো যাচ্ছে যে, কলেজ করতিপক্ষের সিদ্ধান্ত মোতাবেক অত্র প্রতিষ্ঠানের শৃঙ্খলা ও শিক্ষকসুলভ আচরনের পরিপন্থি কাজ করাতে তারকচন্দ্র মন্ডল, সহকারী শিক্ষককে তার চাকুরী থেকে Dismiss করা হয়েছে।
২। সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য বিষয়টি জানানো হোল।
সাক্ষর
কর্নেল মোঃ শাহাদাৎ হোসেন সিকদার}

এই ধর্ষকের আমরা অনতিবিলম্বে গ্রেফতার দেখতে চাই এবং আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি চাই। স্কুলের প্রিন্সিপাল কেন পুলিশ ঢুকতে দেখতে চান নাই, কেন আইনের আশ্রয় নেন নাই, সেজন্য তারও দৃষ্টান্তমূলক সাজা চাই। 



আসুন প্রতিবাদ করি ।নিজের জায়গা থেকে যত খানি করা যায় করি ।ডিবেট করি ,  ৫ মিনিট - ৭ মিনিট কথা বলে কি বা লাভ বলেন যদি কোন কিছি না করতে পারি 

শুক্রবার, ২৫ জানুয়ারী, ২০১৩

৭ম ইউআইইউ জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ২০১৩ , নিয়মাবলী কলেজ বিতর্ক



বিতর্কের গুরুত্বপূর্ণ নিয়মাবলী:-Inter College

১. প্রত্যেক বক্তা গঠনমূলক পর্বে ৭ মিনিট করে বক্তব্যের সুযোগ পাবেন। যুক্তিখন্ডন ৩ মিনিট।

২. গঠনমূলক পর্বের দ্বিতীয় মিনিটের পর থেকে ষষ্ঠ মিনিটের শেষ পর্যন্ত ‘POI’ ও ‘POP/POO’ উত্থাপন করা যাবে। যুক্তিখন্ডন পর্বের প্রথম মিনিটে কোন পয়েন্ট উঠানো যাবেনা, শেষ দুই মিনিটে ‘POP/POO’ উত্থাপন করা যাবে।

৩. একজন বক্তাকে নিম্নে ২টি ‘POI’ গ্রহন করতেই হবে। অন্যথায় ঋণাত্নক নম্বর প্রদান করা হবে।

৪. একজন বক্তার বিরুদ্ধে সর্বোচ্চ ৩টি ‘POP/POO’ উত্থাপন করা যাবে।

৫. প্রধানমন্ত্রীর বক্তব্যের পরে বিরোধীদলীয় নেতা তার দলীয় অবস্থান গুছিয়ে নেয়ার জন্য ১ মিনিট সময় পাবেন।

৬. বিতর্কে প্রধানমন্ত্রীর সংজ্ঞা যদি মেনে নেয়া হয় তবে তা পুরো বিতর্কে পরিবর্তন করা যাবেনা। তবে এখানে উল্লেখ থাকে যে, প্রধানমন্ত্রী প্রদত্ত বিতর্কের প্রপঞ্চ কিংবা সূচক (parameter) সংজ্ঞায়নের অন্তর্ভুক্ত হবেনা। বিরোধীদল এর বাইরে গিয়ে নতুন সূচক আনতে পারবেন, তবে তাকে প্রমান করতে হবে যে, উক্ত সূচকটি বিতর্কের সাথে সংশ্লিষ্ট।

৭. বিরোধীদলীয় নেতা তার বক্তব্যের সময়ে যদি এমন বিষয়ের অবতারনা করেন যা কিনা সংসদীয় রীতি বিরোধী (i.e., চ্যালেঞ্জ না করে সংজ্ঞায়নের পরিবর্তন, সরকারি দলের অবস্থানকে নিজের অবস্থান হিসেবে আখ্যা দেয়া, সরকারি দলের অবস্থানের ভুল ব্যাখ্যা দেয়া, ইত্যাদি যা বিতর্ককে অন্য দিকে প্রবাহিত করতে পারে) তবে তা সাথে সাথে ‘POP/POO’ এর মাধ্যমে স্পীকারের দৃষ্টি আকর্ষন করতে হবে। অন্যথায় পরবর্তিতে এই নিয়ে কোন ‘POP/POO’ উত্থাপন করা যাবেনা।

৮. সংসদ সদস্য কোন নতুন প্রেক্ষাপটের অবতারনা করতে পারবেন না। যুক্তিখন্ডন পর্বে কোন নতুন যুক্তির অবতারনা করা যাবেনা।

৯. ট্রুয়িজম ও টটোলজি ছাড়া অন্য কোন ক্ষেত্রে সংজ্ঞা চ্যালেঞ্জ করা যাবেনা। সংজ্ঞা চ্যালেঞ্জের ক্ষেত্রে অবশ্যই ট্রুয়িজম ও টটোলজি উল্লেখ করতে হবে।

বুধবার, ২৩ জানুয়ারী, ২০১৩

বিতর্কের বিষয়ঃ অর্থনীতি

সব উন্নয়নের গতকাল ছিল শোষণ

সম্পদের অভাব নয়, অতিরিক্ত জনসংখ্যাই আমাদের প্রধান সমস্যা

দুর্বল শিল্পায়নের জন্য আমাদের অর্থনৈতিক সংকটই মূলত দায়ী

আমাদের অর্থনৈতিক মুক্তির জন্য বাজার ব্যবস্থার সংস্কার অত্যাবশ্যক

অর্থনীতিই সময়কে নিয়ন্ত্রণ করে

সকল সংগ্রামের মূল কারণ অর্থনীতিতে নিহিত

অর্থনৈতিক মুক্তিই সন্ত্রাস নির্মূলের উপায়

ক্রমবর্ধমান সামাজিক সন্ত্রাসের কারণ রাজনৈতিক নয় অর্থনৈতিক

বিশ্বায়ন জাতীয় উন্নয়ন পরিপন্থী

স্বল্পোন্নত দেশগুলোর জন্য বিশ্বায়ন আদতে কোন সুফল বয়ে আনতে পারবে না

অর্থনৈতিক যুদ্ধ সামরিক যুদ্ধের চেয়ে ভয়াবহ

পণ্যের বিজ্ঞাপনে পণ্য নারী বাজার অর্থনীতির উপহার

বিশ্ব বাণিজ্য সংস্থা দরিদ্র দেশগুলোর অর্থনীতিকে দুর্বল করছে

সিন্ডিকেটই দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির মূল কারণ

অর্থনৈতিক প্রতিষ্ঠার জন্য গণতন্ত্রের চর্চা মুখ্য নয়

পরনির্ভর অর্থনীতিই টেকসই উন্নয়নকে বাধাগ্রস্ত করছে

স্বদেশী পণ্যের ব্যবহার বৃদ্ধিতে মানহীনতা নয় মানসিকতাই প্রধান অন্তরায়

ক্ষুদ্রঋণ গ্রামীণ জনগোষ্ঠীর জন্য সুফলের চেয়ে অধিক কুফল বয়ে এনেছে

অর্থনৈতিক শৃঙ্খল মননশীলতা বিকাশের পথে অন্তরায়

চীনের মুক্তবাজার সাফল্য আমাদের জন্য অনুকরণীয়

গ্যাস রপ্তানী আমাদের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে

৭ম ইউআইইউ জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ২০১৩

আন্ত বিশ্ববিদ্যালয় বিতর্ক বাংলা












CA:  সানাঊল হক হিমেল
DCA: তৌহিদ হোসেন পাপন
DCA: নুসরাত আমিন শান্তা
DCA: রিয়াদ হোসেন খান
DCA: আসাদ আজিম 

IV English






CA: Mabroor Wassey (IUT)
DCA: Rishad Sharif (IUT)
DCA: Nayeem Kashem (NSU)
DCA: Surprise......!!!!!!
DCA: Surprise......!!!!!

আন্তকলেজ বিতর্ক









CA:  শাকিল মাহবুব
DCA: তানিম আহমেদ  
DCA:  ফারাহ ফিবা 
DCA: জয়ন্ত ভৌমিক  

১ম ইইউডিসি আন্ত বিশ্ব বিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা ২০১৩

আয়োজকঃ ইস্টার্ন ইউনিভার্সিটি
তারিখঃ ১৪ ফেব্রুয়ারী - ১৫ ফেব্রুয়ারী

সংসদীয় বাংলা বিতর্ক
নিবন্ধন ফি ৬০০ টাকা

যোগাযোগঃ+8801911153494, +8801671356273 

আরো জানতে fb event

১ম মানুষ আন্ত কলেজ বিতর্ক প্রতিযোগিতা

৩১ জানুয়ারী । ফেসবুকে ইভেন্ট রয়েছে । আর কোন তথ্য পাওয়া যায়নি ।

fb event

শনিবার, ১৯ জানুয়ারী, ২০১৩

৭ম ইউআইইউ জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ২০১৩

অনলাইন রেজিস্ট্রাশন লিঙ্ক ।

খোলা থাকবে এখন থেকে ১৯ জানুয়ারী রাত ১১:৫৯ পর্যন্ত

অনলাইন রেজিস্ট্রাশন লিঙ্ক

শুক্রবার, ১৮ জানুয়ারী, ২০১৩

বিতর্কের বিষয় নাস্তিকতা

ধর্মমোহের চেয়ে নাস্তিকতা উত্তম
সমাজে নাস্তিকদের চেয়ে আস্তিকদের অন্যায় বেশি ।
আস্তিকদের চেয়ে নাস্তিকদের বিজ্ঞানভিত্তি বেশি ।
নাস্তিকরা সাম্যতার পৃথিবী তৈরি করবে ।
নাস্তিকতাই ধর্ম ।

বৃহস্পতিবার, ১৭ জানুয়ারী, ২০১৩

৭ম ইউআইইউ জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ২০১৩

তিনটি বিভাগঃ ১) আন্ত কলেজ ( ৫ রাউন্ড , সংসদীয় বিতর্ক)
              ২) আন্ত বিশ্ববিদ্যালয় বাংলা ( ৬ রাউন্ড , সংসদীয় বিতর্ক ) 
              ৩) আন্ত বিশ্ববিদ্যালয় ইংরেজি ( ৬ রাউন্ড , এশিয়ান ) 



তারিখঃ ২৪ জানুয়ারী থেকে ৩ ফেব্রুয়ারী 

স্থানঃ ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  

নিবন্ধন ফীঃ
              ১) আন্ত কলেজঃ ১০০০ টাকা
              ২) আন্ত বিশ্ববিদ্যালয় বাংলাঃ ১৫০০ টাকা  
              ৩) আন্ত বিশ্ববিদ্যালয় ইংরেজিঃ ১৫০০ টাকা  


যোগাযোগঃ আরিফুল হকঃ ০1673275010


আরো জানতে fb event

বুধবার, ১৬ জানুয়ারী, ২০১৩

প্রথম আলো আইডিসি ২য় আন্ত স্কুল ও আন্ত কলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০১২

বারোয়ারীঃ কোন ফিক্স স্লট নেই
          স্পট রেজিস্ট্রাশন করা যাবে, ফি ১০০ টাকা।

মিক্স আপঃ স্কুল থেকে ১ জন , কলেজ থেকে ১ জন ও আইডিসি নিয়ে ১ জন করে টীম হবে ।
           ফিঃ ১০০ টাকা
তারিখঃ ১৭- ১৯ জানুয়ারী

যোগাযোগ নম্বরঃ 01925781306 ,  01682554585 ,01680079460

fb event

রবিবার, ১৩ জানুয়ারী, ২০১৩

ভিডিসি ১ম মিক্স আপ ও বারোয়ারী বিতর্ক উৎসব ২০১৩ ফলাফল

মিক্স আপঃ

চ্যাম্পিয়নঃ হাসান , রাকিব , অনিক

রানার আপঃ নাসির , রাতুল , ফাহমিদা


বারোয়ারীঃ
স্কুলঃ ১ম ) সুমাইয়া ঐশী
     ২য়) নওশিন
     ৩য়) আবুল হাসান অনিক


ক্লাবঃ ১ম) নাহিয়ান বিন খালেদ
      ২য়) সীমান্ত
      ৩য়) আহমেদ ফাইয়াজ রশীক বিত্ত
প্রতিযোগিতায় মিক্সআপের ফরম্যাট ছিল একজন স্কুল , একজন কলেজ ও একজন ক্লাব বিতার্কিক।
গত ৩-৪  জানুয়ারীতে আয়োজিত প্রতিযোগিতায়  সহায়তা করে ইস্টার্ন ইউনিভার্সিটি । সমাপনী অনুষ্ঠানের
প্রধান অথিতি ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটি এর উপাচার্য অধ্যাপক ড. নুরুল ইসলাম 

বৃহস্পতিবার, ৩ জানুয়ারী, ২০১৩

আকিব ভাই আর রাতিব ভাই Berlin WUDC 2013 এ ESL এ চ্যাম্পিয়ন ।

অভিনন্দন তাদের ।
চল বাংলাদেশ ...।।

বুধবার, ২ জানুয়ারী, ২০১৩

WUDC , বার্লিন ২০১২ তে বাংলাদেশের পতাকাকে আরো উঁচুতে নিয়ে গেলেন ব্রাক এ টিমের আকিব ভাই এবং রাতিব ভাই । প্রথম বাংলাদেশী টিম wudc এর সেমি ফাইনালে উঠল । ফাইনালের প্রতাশ্যায় শুভ কামনা...।

মঙ্গলবার, ১ জানুয়ারী, ২০১৩

২০১২ শেষে , হল অব ফেম ( স্কুল , কলেজ , ক্লাব )


স্কুল বিতর্কঃ
জুডো জাতীয় বিতর্ক উৎসব ২০১২
চ্যাম্পিয়নঃ জেডিসি
রানার আপঃ এমজিবিএসডিসি

ভিডিসি আন্তস্কুল ও শিশুঃ

শিশু বিতর্কঃ
চ্যাম্পিয়নঃ ওয়াইএসডিসি
রানার আপঃ এমজিবিএসডিসি
স্কুল বিতর্কঃ চ্যাম্পিয়নঃ এমজিবিএসডিসি
রানার আপঃ আইডিসি

৯ম আইডিসি বিতর্ক উৎসব
শিশু বিতর্কঃ
চ্যাম্পিয়নঃ গেগরিয়ান ডিবেটিং ক্লাব
রানার আপঃ আইডিয়াল ডিবেটিং ক্লাব
স্কুল বিতর্কঃ
চ্যাম্পিয়নঃ এমজিবিএসডিসি প্রকর্ষ
রানার আপঃ  আইডিসি

আরডিএস জাতীয় বিতর্ক উৎসব 

স্কুল চ্যাম্পিয়ানঃ আরডিএস একুশ
স্কুল রানার আপঃ এনআইডিসি



এমজিবিএসডিসি ১২ তম স্কুল ও ৪র্থ শিশু বিতর্কঃ

শিশু বিতর্কঃ
চ্যাম্পিয়নঃ ওয়াইএসডিসি
রানার আপঃ জেডিসি

স্কুলঃ আইডিসি
রানার আপঃ এমজিবিএসডিসি


রাজঊক স্কুল বিতর্ক
চ্যাম্পিয়নঃ রাজউক ২
রানার আপঃ রাজউক ১

হারমেন মেইনার
চ্যাম্পিয়নঃ আরডিএস ২১
রানার আপঃ ভিডিসি

বুয়েটডিসি
চ্যাম্পিয়ন - ডিসিএল ৫
রানারআপ - জিডিসি জেরাল্ড

এলসিএলএস
চ্যাম্পিয়ন জিডিসি জেরাল্ড
             রানার আপঃ আরডিএস ২১

এমজিজিএসডিসি


স্কুল
চ্যাম্পিয়নঃ এমজিবিএস অরিন্দম

রানার আপঃ আইডিসি ১

শিশু
চ্যাম্পিওনঃ ওয়াইএসডিসি নক্ষত্র

রানার আপঃ এমজিবিএস সব্যসাচী

ডিআইইউডিসি

স্কুল বিতর্কঃ চ্যাম্পিয়ন ভিডিসি ১
             রানার আপ এক্সডিসি

জেডিসি বিতর্ক

            চ্যাম্পিয়ন জেডিসি
           রানার আপঃ ভিডিসি

জিডিসি ঃ

স্কুল বিতর্কঃ চ্যাম্পিয়ন আইডিসি ৪
                  রানার আর  জিডিসি
শিশু বিতর্কঃ চ্যাম্পিয়ন জিডিসি
                  রানারআপঃ ওয়াইডিসি নক্ষত্র

ডিসিএলঃ
চ্যাম্পিয়নঃ ডিসিএল
রানারআপঃ জিডিসি


কলেজঃ

জুডো জাতীয় বিতর্ক উৎসব ২০১২
চ্যাম্পিয়নঃ জিএসসিডিসি
রানার আপঃ ভিডিসি

ভিডিসি কলেজঃ

চ্যাম্পিয়নঃ এনডিসি সিল্ভার
রানার আপঃ  ভিডিসি

আইডিসিঃ

চ্যাম্পিয়নঃ এনডিসি
রানার আপঃ আরডিএস একুশ

আরডিএসঃ


চ্যাম্পিয়নঃ জিএসসিডিসি
রানার আপঃ আরডিএস ২১

হারমেইন মেইনারঃ

চ্যাম্পিয়নঃ এনডিসি ব্লু
রানার আপঃ আরডিএস ২১

ই ডাব্লিইউ ডিসি

চ্যাম্পিয়নঃ এনডিসি গ্রিন
রানার আপঃ আরডিএস একুশ

রাজঊকঃ

চ্যাম্পিয়নঃ এনডিসি গোল্ড
রানার আপঃ এনডিসি গ্রিন

আইএফপি

চ্যাম্পিয়নঃ এনডিসি ব্লু
রানার আপঃ এনডিসি সিল্ভার

বুয়েটডিসিঃ

চ্যাম্পিয়নঃ ডিসিআরসি
রানার আপঃ এনডিসি গ্রিন


ক্লাব
ডিএমসি

ক্লাব বিতর্ক ঃ চ্যাম্পিয়ন গ্রুপ অব ডিবেটার্স , ঢাকা বিশ্ববিদ্যালয়
            রানার আপঃ জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি

এলসিএলএস

ক্লাব বিতর্কঃ চ্যাম্পিয়নঃ গ্রুপ অব ডিবেটার্স ,ঢাকা বিশ্ববিদ্যালয়
              রানার আপঃ ইস্ট ওয়েস্ট ইউ. ডিসি
ভিডিসি ক্লাবঃ


ক্লাব বিতর্কঃ চ্যাম্পিয়নঃ গ্রুপ অব ডিবেটার্স ,ঢাকা বিশ্ববিদ্যালয়
              রানার আপঃ এসডিএফ

জেডিসি ক্লাব
ক্লাব বিতর্কঃ চ্যাম্পিয়ন জিএসসিডিসি নিউটন
                 রানার আপঃ ডিআইইউ ডিসি

ডিআইইউডিসি
বিশ্ববিদ্যালয় বিতর্কঃ  চ্যাম্পিয়নঃ ইআইইউ অরেঞ্জ
                         রানার আপঃ এসডিএফ



বুয়েট

আন্তঃ ক্লাব বাংলা -
চ্যাম্পিয়ন - বুয়েট দ্বান্দ্বিক
রানারআপ - আইবিএ ১ ,ঢাকা বিশ্ববিদ্যালয়


ইডাব্লিইউডিসি

বিস্ববিদ্যালয় বিতর্কঃ চ্যাম্পিয়ন জুডো ,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
                 রানার আপ জেইউডিএস ,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

আইবিএঃ

চ্যাম্পিয়নঃ ডিইউডিএস , ঢাকা বিশ্ববিদ্যালয়
রানারআপঃ ইআইইউডিসি

এমজিবিএসডিসি ক্লাবঃ

চ্যাম্পিয়নঃ জিওডি , ঢাকা বিশ্ববিদ্যালয়
রানারআপঃ কুয়েটডিসি

এনডিডিসিঃ
চ্যাম্পিয়নঃ জিওডি , ঢাকা বিশ্ববিদ্যালয়
রানারআপঃ বুয়েট

এনএসইউ আইভিঃ
চ্যাম্পিয়নঃ এনএসিউ
রানার আপঃ ইডাব্লিইউডিসি

সিইউডিসি আইভি

চ্যাম্পিয়নঃ সিইউডিসি
রানারআপঃ জেইউডিএস , জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

ডিসিএল ক্লাবঃ
চ্যাম্পিয়নঃ জিওডি , ঢাকা বিশ্ববিদ্যালয়
রানার আপঃ আইবিএ , ঢাকা বিশ্ববিদ্যালয়

জুডো ঃ

চ্যাম্পিয়নঃ ই ডাব্লিইউ ডিসি
রানারআপঃ জূডো

প্রাইম ইউনিভার্সিটি , চিটাগংঃ

চ্যাম্পিয়নঃ এনএসিউ
রানার আপঃ এসডিএফ

এফডিএফ জাতীয় বিতর্ক উৎসবঃ

চ্যাম্পিয়নঃ এলসিএলএস
রানার আপঃ ইস্টার্ন ইউনিভারসিটি

জিয়া হল বিতর্ক প্রতিযোগিতাঃ

চ্যাম্পিয়নঃ হাঊস অফ ডিবেটার
রানার আপঃ ইস্টার্ন ইউনিভারসিটি

জেইউডিএসঃ
চ্যাম্পিয়নঃ ডিইউডিএস
রানারআপঃ ডিআইইউ ডিসি

জেএনইউডিসিঃ
চ্যাম্পিয়নঃ ডিইউডিএস
রানারআপঃ জেএনইউডিসি 
ফজিতুন্নেসা মুজিব হলঃ
চ্যাম্পিয়নঃ বঙ্বগন্ধু হল
রানারআপঃ মহসিন হল
এফ রহমান হলঃ
চ্যাম্পিয়নঃ বঙ্বগন্ধু হল
রানারআপঃ ডিআইইউ ডিসি

ফজলুল হক হলঃ
চ্যাম্পিয়নঃ শহীদুল্লাহ হল
রানারআপঃ জসীম উদ্দিন হল
রোকেয়া হলঃ
চ্যাম্পিয়নঃ রোকেয়া হল
রানার আপঃ শহীদুল্লাহ হল

 জসীম উদ্দিন হলঃ
চ্যাম্পিয়নঃ জেইউডিএস
রানার আপঃ শহীদুল্লাহ হল

একুশে হলঃ
চ্যাম্পিয়নঃ জগ্ননাথ হল
রানার আপঃ এফ এইচ হল