মঙ্গলবার, ১৮ ডিসেম্বর, ২০১২

ভি.ডি.সি. প্রথম আন্তঃস্কুল এবং আন্তঃক্লাব বারোয়ারী বিতর্ক উৎসব এবং কর্মশালা ২০১২/১৩


ভি.ডি.সি. প্রথম আন্তঃস্কুল এবং আন্তঃক্লাব বারোয়ারী বিতর্ক উৎসব এবং কর্মশালা ২০১২/১৩
তারিখঃ জানুয়ারি ৩-৪

অনুষ্ঠানঃকর্মশালা (সবার জন্য উন্মুক্ত)

তারিখঃ জানুয়ারি ৩
সময়ঃ ২ টা - ৬ টা


শীতার্তদের জন্য আমরা





  • খুব বড় বা কঠিন কিছুও নয়।


    আমরা কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র । একটি সাধারণ ও ছোট্ট উদ্দেশ্যে একত্রিত হওয়া।

    আমাদের দেশে শীতের প্রকোপে কষ্ট পায় অনেক মানুষ । সারা দেশের সবার জন্য করতে না পারলেও ঢাকা শহরের যেই মানুষ গুল শীতের প্রকোপে কষ্ট পায় তাদের জন্য আমরা কিছু সহযোগিতা করতে চাই ।

    এমন নয় বাসা থেকে নিজের আলমারি খুলে নিজের কাপড় বা নিজের মানিব্যাগ থেকে সাহায্য করা প্রয়োজন। কিন্ত পুরনো কিছু কাপড় (তবে অবশই পরিধানযোগ্য, ছেড়া ন্যাকড়া নয়) donate করা কি খুব কঠিন কিছু? হয়ত বাসার এক কোণে পরে আছে, ২/৩ দিন পর খুজেও পাওয়া যাবে না

    কেউ হয়ত ভাববেন সময় কই এত কিছুর? আসলেই
    তবে এতটুকু বলতে পারি আমরা বিভিন্ন স্থানে নির্দিষ্ট দিনে সংগ্রহের জন্য যাব। সবার বাসায় গিয়ে সংগ্রহ সম্ভব নয়, কিন্তু যদি আপনি আসলেই চান, বাসা থেকে বের হয়ে ৫ মিনিট খরচ করে একটা অসহায় মানুষের জন্য কিছু একটা করতে পারেন।


    আপনার পুরোনো কাপড় , অনুদান দিয়ে আমাদের সাহায্য করতে পারেন ।
    আমরা ১৯ ডিসেম্বর থেকে কাপড় ও অনুদান সংগ্রহ করব যা শেষ হবে ২ জানুয়ারী ।

    আমরা বিভিন্ন জায়গায় ২১/১২/১২ ও ২৮/১২/১২ তে থাকব ।
    এছাড়াও আমরা বিভিন্ন এলাকায় প্রতিদিনই সংগ্রহ করব । আপনি যদি চান আমাদের সাথে যোগ দিতে পারেন । আমাদের সাহায্য করতে পারেন । বিভিন্ন এলাকায় আমাদের সদস্যরা থাকবে , আপনি যদি আমাদের সাহায্য করতে চান তাহলে আমদের ফোন করলেই আমাদে সদস্যরা গিয়ে নিয়ে আসবে ।

    মালিবাগ , মৌচাক , কাকরাইল , শান্তি নগরঃ ০১৬৭৫৭৮৬০৫০

    বাসাবোঃ ০১৮৩৪৮৩৮১৭৩

    মোহাম্মদপুরঃ ০১৬৮০৪৬৬৪১৪

    ধানমন্ডি ০১৬৮৫৭২৯৫৪৮

    ঢাকা বিশ্ববিদ্যালয়ঃ ০১৯২১৯৫০৭১৪

    গুলশানঃ ০১৮৩৫৬০১৩৯৪

    মিরপুরঃ ০১৬৭৬৫২৫৮৭৭


    পুরান ঢাকাঃ০১৬৮০২৭৭০৪৭ , ০১৬৭০২৫৮৬৭১
    fb event

বুধবার, ১২ ডিসেম্বর, ২০১২

বিতর্কের বিষয় হরতাল

হরতালে অধিকাংশ মানুষের অনাস্থা এসেছে।
হরতাল- ধর্মঘটের রাজনীতিই জাতি কে পশ্চাৎপদ করে রেখেছে ।
হরতাল - ধর্মঘটের বিকল্পানুসন্ধানে ব্যররথতাই রাজনীতির অনুর্বরতা প্রমান করে।
মালিকশ্রেনীর শিল্প ও মনস্তত্ত্বজ্ঞানের অভাবই হরতাল - ধর্মঘটের আধিক্য সৃষ্টি করে।
হরতাল যুগে যুগে আমাদের বিপ্লবের মাধ্যম ।
হরতাল আসলে মানুষের কথা বলে

আমরা আর কোন বিশ্বজিৎ চাই না , স্বাভাবিক মৃত্যুর নিশ্চ্যতা চাই

যদিও এটি বিতর্কের কোন বিষয় নয় তবু পোস্ট করলাম
আমরা যেকোনো দলেরই মতাদর্শে বিশ্বাস করতে পারি, গণতান্ত্রিক অধিকারের বদৌলতে আজ আমরা যেকোনো দলকে সমর্থন করতে পারি সেসাথে দলের স্বার্থের জন্য আনন্দোলন’ও করতে পারি। কিন্তু দলের আগে দেশ, আর সেই দেশের জনগনকে প্রকাশ্যে বিনাবিচারে দলের খাতিরে হত্যার অধিকার কারো নেই। আমাদের দৃঢ় বিশ্বাস, আমরা যে দলই করি না কেন, আমাদের মধ্যে যাদের “মানবতাবোধ” রয়েছে, তারা সবাই আমাদের নোংরা রাজনীতির বলির পাঠা বিশ্বজিৎ-এর জন্য সমবেদনা জানিয়েছি, হত্যাকারী সেসব পশুগুলোর কথা ভেবে ঘৃণায় নাক কুঁচকেছি। কিন্তু দূর্ভাগ্যের কথা হল, আমাদের পরর্বত ী প্রজন্ম যখন আমাদের জিজ্ঞেসা করবে আমি এককভাবে এ নোংরামির প্রতিবাদে কি করেছি, তখন আমাকে চুপ করে থাকতে হবে। আমাকে যখন প্রশ্ন করা হবে, আমি বিশ্বজিৎ এর মায়ের জায়গায় থাকলে অথবা আমার সন্তানের সাথে এমন হলে আমি কি করতাম, তখন’ও আমাকে চুপ করে থাকতে হবে। হ্যা আমাদের চুপ করেই থাকতে হবে, যতদিন আমরা প্রতিবাদে সোচ্চার হবনা, ততোদিন পর্যন্ত শয়ে শয়ে বিশ্বজিৎ লাশ হবে, হাজার হাজার মানুষ বিভ্রান্তির শিকার হবে... আপামর জনতা আত্মগ্লানিতে শেষ হতে থাকবে আর এই নোংরা রাজনীতির বলির পাঠা হতে থাকবে। আমরা আর একজন বিশ্বজিৎ হতে চাই না। চাই না আর কোন সাংবাদিকদের অপমৃত্যু। চাই না অকালে হারাতে তারেক মাসুদ অথবা মিশুক মনিরের মত আর কাউকে। আমরা আমাদের আর কোন বৌদ্ধবন্ধুকে কাদঁতে দেখতে চাই না। চাই না পূজার আতশবাজির শব্দে মৃত্যুভয়ে কাঁপতে। আমরা নীমতলির অথবা গার্মেন্টেসের আগুনে পোড়া সেইসব হতভাগা হতে চাই না। চাই না আমাদের সন্তান মিরসরাইয়ের মত কোনো দূর্ঘটনার শিকার হোক। আমরা স্বাভাবিক মৃত্যু চাই। “স্বাভাবিক মৃত্যুর” দাবিতে এবং অনাকাংক্ষিত দূর্ঘটনায় হারানো সকল জীবনের আত্মার শান্তি কামনায় ও তাদের হত্যাকারিদের সুষ্ঠ বিচারের দাবিতে বিজয় দিবসে আমরা একত্রিতভাবে শহীদ মিনার প্রাঙ্গনে সকলের উপস্থিতি প্রার্থনা করছি। একই সাথেঃ দুপুর ২’টা থেকে আমাদের বিভিন্ন কর্মসূচী শুরু করা হবে। ১. প্রতিবাদের জন্য প্ল্যাকার্ড/পোস্টার তৈরি ২. বিশ্বজিৎ-এর মৃত্যুর সুষ্ঠ বিচারের দাবিতে বোর্ডে কমেন্ট/সাক্ষর সংগ্রহ ৩. প্রতীকী সাজে বিক্ষোভ প্রকাশ ৪. মোমবাতি প্রজ্জ্বলন ৫. সমসাময়িক ঘটনা একত্রিকরনে ভিডিও ক্লিপ পরিচালন পরর্বতী প্রজন্মের কাছে জবাবদিহিতা জন্য এবং নিজেদের বর্তমান সুনিশ্চিত করার জন্যই আমাদের এই আয়োজন। কোনো রাজনৈতিক বা সাংগঠনিক দলের সাথে আমরা সম্পৃক্ত নই, এবং সমসাময়িক ঘটনা ব্যতীত অন্য কিছু দ্বারা প্রভাবিত নই। এই আয়োজনের পিছনে আমাদের কোনো রাজনৈতিক অথবা বাণিজ্যিক উদ্দেশ্য নেই, সে সাথে যেকোনো সাধারণ ব্যক্তি এই আয়োজনের সাথে সংযুক্ত হবার অধিকার রাখে।
আর ও জানতে fb event

রবিবার, ২৫ নভেম্বর, ২০১২

এএসএইউডিসি বিতর্ক উৎসব ২০১২

আন্ত বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা
নভেম্বর ২৭

নিবন্ধন ফিঃ ৫০০ টাকা
 শেষ সময়ঃ ২৫/১১/১২

যোগাযোগ ও আরও জানুন fb event

সি ইউ IV: বিষয়



  রাঊন্ড ১ : এই সংসদ আত্নহত্যাকে স্বীকৃতি দেবে

  রাঊন্ড ২: এই সংসদ, ক্রীড়া ক্ষেত্রে কোনো বহুজাতিক ব্যবসায়িক প্রতিষ্ঠানকে জাতীয় দলের পৃষ্ঠপোষকতার অনুমতি দেবে না।

  রাঊন্ড ৩ :এই সংসদ, বাশার আল আসাদকে সমর্থন দেবে

  রাঊন্ড ৪  :এই সংসদ, রাষ্ট্রের ব্যর্থ প্রতিষ্ঠানগুলোকে বেসরকারি খাতে ছেড়ে দেবে

  রাঊন্ড ৫ :এই সংসদ মনে করে যে, সেক্যুলারিজম একটি মিথ।

সেমি ফাইনাল :এই সংসদ, শেয়ারবাজারে বিনিয়োগের ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতা নির্ধারন করে দেবে।

  ফাইনাল :এই সংসদ মনে করে যে, মানবসভ্যতার প্রগতিশীলতায় বৈষম্য আবশ্যক।

শনিবার, ২৪ নভেম্বর, ২০১২