বিতর্ক অভিধান লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বিতর্ক অভিধান লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ১৮ মে, ২০১২

বিতর্কের বিষয় ঋণ

জামানতের বিপরীতে ঋণ এদেশে অকার্জকর ।
বাংলাদেশের অর্থনীতির  উন্নয়নে ঋণ অনেক বড় বাধা ।
বিদেসী ঋণের সুষ্ঠ ব্যবহারই পারে অর্থনৈতিক উন্ন্যন নিয়ে আসতে।
আমাদের দেশের প্রেক্ষাপটে বৈদেশিক ঋণের প্রয়োজন নেই।
ঋণ আমাদের পিছিয়ে দিচ্ছে ।
ঋণের বদলে সরকাই বেসরকারি অংসিদারিত্ব পারে আমাদের এগিয়ে নিতে।
উৎপাদন মুলক খাতে ঋণ দেওয়া উচিৎ।

বৃহস্পতিবার, ১৭ মে, ২০১২

বিতর্কের বিষয় এশিয়া

এশিয়া নয় , ইউরোপ ।
পুর্ব এশিয়ার প্রবিদ্ধি বিস্বকে নেতিত্ব দিবে।
আফ্রিকার চেয়ে এশিয়া অধিক অন্ধকারাছান্ন।
ভাববাদ এশিয়ার পিছিয়ে থাকার মুল কারন।
এসিয়াই পারে পৃথিবীকে বদলে দিতে।
প্রাক ব্রিটিশ ভারতের উৎপাদনকে সামন্তবাদ না বলে এশিয়াটিক উৎপাদন পদ্ধতি বলা উচিৎ 

বিতর্কের বিষয় এনজিও

এনজিও গুলো আমাদের নির্ভরশীল করে তুলছে 
এনজিও কর্মকান্দে সরকারি নীতিমালা থাকা জরুরী।
সমাজত্রান্তিক চেতনা বিকাশে এনজিও বাধা । 
গ্রামীন বাংলাদেশের এনজিও ছাড়া উন্নয়ন সম্ভব না

বিতর্কের বিষয় একতা

আমাদের সততার চেয়ে রাজনৈতিক একতা বেশি জরুরী ।
অর্থনৈতিক বৈষম্যই আমাদের একতা সৃষ্টির বাধা ।
আমাদের নীতির চেয়ে দুর্নিতীতে একতা বেশি।
আজ একতার চেয়ে সমতা অধিক প্রয়োজন ।
জন বিছিন্নতা নয় , একতার অভাবই বাম দল গুলোর মুল ব্যর্থতা।

রবিবার, ১৩ মে, ২০১২

বিতর্কের বিষয় ইতিহাস


ইতিহাস নিজেকে পুনরাবৃত্ত করে।
ইতিহাস অনেককেই ক্ষমা করে
প্রাচ্যের ইতিহাস নিছক ধর্মের ইতিহাস।
পৃথিবীর তাবইতিহাস স্রেনী সংগ্রামের ইতিহাস
আমাদের ইতিহাসে বীরত্বের চেয়ে গ্লানি বেশি।
ইতিহাস বলতে কিছুই নেই , সবই জীবনী।
ইতিহাস মুজিব জিয়াকে অনুসুচিত করে।
কন রাজনৈতিক দল দ্বারা নিরেপেক্ষ ইতিহাস তৈরি  এদেশে সম্ভব না।
আমাদের সঠিক ইতিহাস রচিত হওয়ার সম্ভাবনা আর নেই ।
আদর্শ ইতিহাস পরিবর্তনে সহায়ক।
আমাদের ইতিহাসে ৭৫ এর জায়গা নেই।
৭৪ এর সঠিক ইতিহাস তখনকার সরকারকে রক্ষা করে।
ইতিহাসজ্ঞান না থাকায় আমরা পছিয়ে।
উপমহাদেশে ইতিহাসে সাহসের থেকে প্রতরণা বেশি।
ধর্মনিরেপেক্ষতা ইতিহাসের কালস্রোতে হারিয়ে গেছে।
ইতিহাস বারে বার আসে ফিরে।
আমাদের ইতিহাস জাতির জনক খুজে পায়নি ।
আমদের ইতিহাসে কোন স্বর্নযুগ নেই।
এরশাদের ৯ বছর আমদের ইতিহাসের কলঙ্কিত অধ্যায়।
ইতিহাস নিজেকেই সৃষ্টি করে।
ইতিহাস অমর নয় , অমর তার প্রেক্ষাপট।

বিতর্কের বিষয় ইউরোপ


আগামীকাল ইউরোপ বিশ্বের নেতৃত্ব দিবে।
জাপান ইউরোপের শিল্পখাতের প্রধান হুমকি হয়ে দাঁড়াবে ।
আবারো ইউরোপের নেতৃত্ব দিবে জার্মানী।
হে ইউরোপ , আমরা কৃতজ্ঞ
আন্তদেশীয় সীমান্ত ইউরোপ এশিয়ার জন্য মডেল
সার্কের ইউরোপীয় ইউনিয়ন থেকে শিক্ষা নেওয়া উচিৎ।
ইউরোপই পারে বিশ্বকে পরিবর্তন করতে
ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের সবচেয়ে সম্ভাবনাশীল বাজার।
আন্তর্জাতিক কুটনীতিতে ইউরোপই পারে আমাদের সবচেয়ে প্রাধান্য দিতে ।

বিতর্কের বিষয় ইংরেজ



ইংরেজদের শাষন অনিবার্য ছিল না
ইংরেজ শাসনই ভারতকে এক শতাব্দী এগিয়ে নিয়ে গেছে।
পরোক্ষ ভাবে ইংরেজ সাম্রাজ্যের সুর্য এখনো জ্বলছে।
শিল্পায়নের জন্য সবার ইংরেজদের উপর কৃতজ্ঞ থাকা উচিত।
ইংরেজদের সমুদয় সম্ভাবনা অস্তমিত।

বুধবার, ৯ মে, ২০১২

বিতর্ক বিষয় ঈশ্বর


ঈশ্বর নেই
ঈশ্বরের অস্তিত্ব বিজ্ঞান সম্মত ভাবে প্রমানিত।
ঈশ্বর ধারণা না থাকলে বর্ধমানে অপরাধে স্বল্প সময়েই মানব অস্তিত্ব বিপন্ন হবে।,
ঈশ্বর জীবন নাট্য রচনায় ব্যর্থ বিধাতা।
আগামী দিনে ঈশ্বরের আস্থা বিলীন হবে।
ঈশ্বর হচ্ছে মানব জীবনের মধুরতম গুজব।
মানবতার সর্বাধিক শান্তি নিশ্চিতকারী বিষয়ের নাম ঈশ্বর ।
নিরীশ্বরবাদীদের মধ্যে অপরাধ প্রবণতা কম।
অনগ্রসর মহাদেশে/ অঞ্চলে অন্ধ ঈশ্বর ভক্তি বেশি ।
প্রত্যেক ধর্মেই ঈশ্বর এক , তবে তাদের সম্মিলত ঈশ্বর এক নন। 





বিতর্ক বিষয় অধিকার

অধিকার

মানবাধিকারের রুপরেখা সবার জন্য এক হওয়া উচিত।
অধিকার চেতনার অভাবই নারী স্বাধীনতার অন্তরায়।
আমলাতন্ত্রের প্রসারে মানবাধিকার লংঘিত হয়।
পৃথিবীর তাবৎ দ্বন্দ অধিকারের দ্বন্দ।
আগে অধিকারপরে কর্ম।
সঠিক অধিকারবধের অভাবই ব্যাপক নিরক্ষতার মূল কারণ।
সামরিক তন্ত্রই মানবাধিকারের প্রধান শ্ত্রু।
মুর্খের গণতন্ত্রে মানবাধিকার অর্থহীন।
জাতিসংঘের সার্বজনীন মানবাধিকার সব দেশে প্রযোজ্য নয় বলে এর পরিবর্তন করা উচিত।
আমলা ত্রন্ত্রের প্রসারে মানবাধিকার লঙ্ঘিত হয়।
সৃজনশীলতার প্রধান সহায়ক আধিকারবোধ।

বিতর্কের বিষয় সংস্কৃতি

আগামীতে প্রাচ্যের সংস্কৃতি ও ঐতিহ্য পাশ্চাতের উপর বিজয়ী হবে।

বর্তমান বিশ্বে অস্থিতার জন্য দায়ী সংস্কৃতিক বিভাজন

এখন সময় সংস্কৃতিক সাম্রাজ্যবাদের

এই মুহুর্তে সংস্কৃতিই উন্নয়নশীল দেশেগুলোর অস্তিস্ব রাখবার প্রধান অস্ত্র।

উগ্র জাতীয়তা বোধ নিজস্ব সংস্কৃতির প্রতি গভীর আস্থা রাখে।

স্যাটালাইট সংস্কৃতি আমাদের সংস্কৃতিক ঐতিহ্য বিপন্ন করে তুলেছে।

সংস্কৃতিক আগ্রাস্ন আগামী প্রজন্মের নিজস্ব সত্তার প্রতি হুমকি হয়ে উঠবে।

সংস্কৃতি বনাম অপসংস্কৃতি কৃত্রিম বিভেদ সৃষ্টি করে গণসংস্কৃতির অগ্রযাত্রাকে ব্যহত করা হচ্ছে।

বর্তমান বিশ্বের দ্বন্দ্ব মূলত সংস্কৃতিক।

স্যাটালাইটের আগ্রাসনে নয় , পরিচালকদের কারণেই আমাদের চলচ্চিত্র হারিয়ে যাচ্ছে।

হিমু বা সুভ্রের মত চরিত্র আমাদের তরুন সমাজকে বিপথগামী করছে

সংস্কৃতি আজ অধিকাংশ ক্ষেত্রেই সামাজিক অবস্থার প্রতিফলক নয়।

সংস্কৃতির জন্য আলাদা মন্ত্রণালয় এ দেশে অর্থহীন ।

আজ শিক্ষার চেয়ে সংস্কৃতি জরুরী ।

৭১ মুক্তিযুদ্ধ মূলত একটি সংস্কৃতিক দ্বন্দ্ব।

মঙ্গলবার, ১ মে, ২০১২

বিতর্ক বিষয় অজ্ঞতা


 অজ্ঞতা মুর্খতার জন্মদাতা।
 নিরক্ষতার চেয়ে অজ্ঞতা বিপজ্জনক।
 প্রাচ্যের অজ্ঞতার চেয়ে পাশ্চাত্যের নগ্নতা অধিক বিপজ্জনক।
  অজ্ঞতাই বেকারত্ব সমাধানের প্রধান বাধা ।
   অজ্ঞতা নয় , অজ্ঞ ঘৃণিত।
   ধর্মভীরুতার প্রধান আধার অজ্ঞতা।
   বর্তমান শিক্ষাব্যবস্থাই অজ্ঞতার প্রতিপালক।
  মেধা পাচার আমাদের ব্যপক অজ্ঞতার প্রধান কারণ
  দারিদ্যই অজ্ঞতার এক মাত্র কারণ ।
  অশিক্ষাই অজ্ঞতার একমাত্র কারণ নয় ।

রবিবার, ২৯ এপ্রিল, ২০১২

বিতর্কের বিষয় অংশগ্রহন

রাষ্ট্রীয় কাজে বিরোধী দলের অংশগ্রহন না থাকার ফলে উন্নয়ন কর্মকান্ড বাধাগ্রস্থ হচ্ছে ।
অংশগ্রহনই অর্ধবিজয়
বিনিয়োগে বিদেশী অংশগ্রহন এদেশকে নব্য উপনিবেশে পরিনত করবে।
অংশগ্রাহক না হয়ে নেতা হবার প্রবণতাই এ দেশে অসংখ্য দল সৃষ্টির কারণ।
অযোগ্য অংশগ্রহন যোগ্যের পরাজয়ের চেয়েও গ্লানিকর । 

বিতর্কের বিষয় অতীত


আমাদের ভবিষ্যতের চেয়ে অতীত উজ্জলতর।
অতীতবাদীতা আমাদের রাজনোইতিক অনগ্রসরতার প্রধান কারণ।
অতীত কিছু শেখায় , কিছু করায় না ।
অতীতের সাথে প্রতারনাই অয়াধুনিক কূটনৈতিক সাফল্যের প্রধান বৈশিষ্ট্য।
সিদ্ধান্ত গ্রহণে বর্তমানের চেয়ে অতীত গুরুত্বপুর্ন