রবিবার, ২৭ জানুয়ারী, ২০১৩

৭ম ইউআইইউ জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ২০১৩ , কলেজ ফলাফল সেমি

প্রি সেমিঃ

এনডিসি ব্লু - ভিডিসিঃ জয়ী এনডিসি ব্লু

আরডিএস একাত্তর - জিএসসিডিসি নিউটনঃ জয়ী জিএসসিডিসি নিউটন  


সেমিঃ

এনডিসি গোল্ড - এনডিসি ব্লুঃ জয়ী এনডিসি গোল্ড

আরডিএস একুশ - জিএসসিডিসি নিউটনঃ জয়ী আরডিএস একুশ

ফাইনালঃ

আরডিএস একুশ - এনডিসি গোল্ড 

আসুন প্রতিবাদ করি







এর নাম তারক চন্দ্র মন্ডল। সে শহীদ আনোয়ারা গার্লস হাই স্কুলের ইংরেজির শিক্ষক। গত ১৪ অথবা ১৫ তারিখে তার বাসায় এক ছাত্রী প্রাইভেট পড়তে আসলে সে তাকে ধর্ষন করে। মেয়েটি প্রথমে ঘটনাটি স্কুল অথোরিটিকে জানায় কিন্তু তারা ধামাচাপা দেয়ার চেস্টা করে। মেয়েটির বাবা পুলিশসহ স্কুলে গেলে প্রিঞ্চিপাল কর্নেল মোঃ শাহাদাৎ হোসেন সিকদার সাহেব পুলিশকে স্কুল চত্বরে প্রবেশ করতে দেন নাই। মেয়ের বাবাকে উনি যেভাবেই হোক ম্যানেজ করে ফেলেন। আজ স্কুল অথোরিটি একটি নোটিশ ঝুলিয়ে জানায় -

{১। এই মর্মে সংশ্লিষ্ট সকল ছাত্র/ছাত্রী ও শিক্ষককে জানানো যাচ্ছে যে, কলেজ করতিপক্ষের সিদ্ধান্ত মোতাবেক অত্র প্রতিষ্ঠানের শৃঙ্খলা ও শিক্ষকসুলভ আচরনের পরিপন্থি কাজ করাতে তারকচন্দ্র মন্ডল, সহকারী শিক্ষককে তার চাকুরী থেকে Dismiss করা হয়েছে।
২। সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য বিষয়টি জানানো হোল।
সাক্ষর
কর্নেল মোঃ শাহাদাৎ হোসেন সিকদার}

এই ধর্ষকের আমরা অনতিবিলম্বে গ্রেফতার দেখতে চাই এবং আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি চাই। স্কুলের প্রিন্সিপাল কেন পুলিশ ঢুকতে দেখতে চান নাই, কেন আইনের আশ্রয় নেন নাই, সেজন্য তারও দৃষ্টান্তমূলক সাজা চাই। 



আসুন প্রতিবাদ করি ।নিজের জায়গা থেকে যত খানি করা যায় করি ।ডিবেট করি ,  ৫ মিনিট - ৭ মিনিট কথা বলে কি বা লাভ বলেন যদি কোন কিছি না করতে পারি 

শুক্রবার, ২৫ জানুয়ারী, ২০১৩

৭ম ইউআইইউ জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ২০১৩ , নিয়মাবলী কলেজ বিতর্ক



বিতর্কের গুরুত্বপূর্ণ নিয়মাবলী:-Inter College

১. প্রত্যেক বক্তা গঠনমূলক পর্বে ৭ মিনিট করে বক্তব্যের সুযোগ পাবেন। যুক্তিখন্ডন ৩ মিনিট।

২. গঠনমূলক পর্বের দ্বিতীয় মিনিটের পর থেকে ষষ্ঠ মিনিটের শেষ পর্যন্ত ‘POI’ ও ‘POP/POO’ উত্থাপন করা যাবে। যুক্তিখন্ডন পর্বের প্রথম মিনিটে কোন পয়েন্ট উঠানো যাবেনা, শেষ দুই মিনিটে ‘POP/POO’ উত্থাপন করা যাবে।

৩. একজন বক্তাকে নিম্নে ২টি ‘POI’ গ্রহন করতেই হবে। অন্যথায় ঋণাত্নক নম্বর প্রদান করা হবে।

৪. একজন বক্তার বিরুদ্ধে সর্বোচ্চ ৩টি ‘POP/POO’ উত্থাপন করা যাবে।

৫. প্রধানমন্ত্রীর বক্তব্যের পরে বিরোধীদলীয় নেতা তার দলীয় অবস্থান গুছিয়ে নেয়ার জন্য ১ মিনিট সময় পাবেন।

৬. বিতর্কে প্রধানমন্ত্রীর সংজ্ঞা যদি মেনে নেয়া হয় তবে তা পুরো বিতর্কে পরিবর্তন করা যাবেনা। তবে এখানে উল্লেখ থাকে যে, প্রধানমন্ত্রী প্রদত্ত বিতর্কের প্রপঞ্চ কিংবা সূচক (parameter) সংজ্ঞায়নের অন্তর্ভুক্ত হবেনা। বিরোধীদল এর বাইরে গিয়ে নতুন সূচক আনতে পারবেন, তবে তাকে প্রমান করতে হবে যে, উক্ত সূচকটি বিতর্কের সাথে সংশ্লিষ্ট।

৭. বিরোধীদলীয় নেতা তার বক্তব্যের সময়ে যদি এমন বিষয়ের অবতারনা করেন যা কিনা সংসদীয় রীতি বিরোধী (i.e., চ্যালেঞ্জ না করে সংজ্ঞায়নের পরিবর্তন, সরকারি দলের অবস্থানকে নিজের অবস্থান হিসেবে আখ্যা দেয়া, সরকারি দলের অবস্থানের ভুল ব্যাখ্যা দেয়া, ইত্যাদি যা বিতর্ককে অন্য দিকে প্রবাহিত করতে পারে) তবে তা সাথে সাথে ‘POP/POO’ এর মাধ্যমে স্পীকারের দৃষ্টি আকর্ষন করতে হবে। অন্যথায় পরবর্তিতে এই নিয়ে কোন ‘POP/POO’ উত্থাপন করা যাবেনা।

৮. সংসদ সদস্য কোন নতুন প্রেক্ষাপটের অবতারনা করতে পারবেন না। যুক্তিখন্ডন পর্বে কোন নতুন যুক্তির অবতারনা করা যাবেনা।

৯. ট্রুয়িজম ও টটোলজি ছাড়া অন্য কোন ক্ষেত্রে সংজ্ঞা চ্যালেঞ্জ করা যাবেনা। সংজ্ঞা চ্যালেঞ্জের ক্ষেত্রে অবশ্যই ট্রুয়িজম ও টটোলজি উল্লেখ করতে হবে।

বুধবার, ২৩ জানুয়ারী, ২০১৩

বিতর্কের বিষয়ঃ অর্থনীতি

সব উন্নয়নের গতকাল ছিল শোষণ

সম্পদের অভাব নয়, অতিরিক্ত জনসংখ্যাই আমাদের প্রধান সমস্যা

দুর্বল শিল্পায়নের জন্য আমাদের অর্থনৈতিক সংকটই মূলত দায়ী

আমাদের অর্থনৈতিক মুক্তির জন্য বাজার ব্যবস্থার সংস্কার অত্যাবশ্যক

অর্থনীতিই সময়কে নিয়ন্ত্রণ করে

সকল সংগ্রামের মূল কারণ অর্থনীতিতে নিহিত

অর্থনৈতিক মুক্তিই সন্ত্রাস নির্মূলের উপায়

ক্রমবর্ধমান সামাজিক সন্ত্রাসের কারণ রাজনৈতিক নয় অর্থনৈতিক

বিশ্বায়ন জাতীয় উন্নয়ন পরিপন্থী

স্বল্পোন্নত দেশগুলোর জন্য বিশ্বায়ন আদতে কোন সুফল বয়ে আনতে পারবে না

অর্থনৈতিক যুদ্ধ সামরিক যুদ্ধের চেয়ে ভয়াবহ

পণ্যের বিজ্ঞাপনে পণ্য নারী বাজার অর্থনীতির উপহার

বিশ্ব বাণিজ্য সংস্থা দরিদ্র দেশগুলোর অর্থনীতিকে দুর্বল করছে

সিন্ডিকেটই দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির মূল কারণ

অর্থনৈতিক প্রতিষ্ঠার জন্য গণতন্ত্রের চর্চা মুখ্য নয়

পরনির্ভর অর্থনীতিই টেকসই উন্নয়নকে বাধাগ্রস্ত করছে

স্বদেশী পণ্যের ব্যবহার বৃদ্ধিতে মানহীনতা নয় মানসিকতাই প্রধান অন্তরায়

ক্ষুদ্রঋণ গ্রামীণ জনগোষ্ঠীর জন্য সুফলের চেয়ে অধিক কুফল বয়ে এনেছে

অর্থনৈতিক শৃঙ্খল মননশীলতা বিকাশের পথে অন্তরায়

চীনের মুক্তবাজার সাফল্য আমাদের জন্য অনুকরণীয়

গ্যাস রপ্তানী আমাদের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে

৭ম ইউআইইউ জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ২০১৩

আন্ত বিশ্ববিদ্যালয় বিতর্ক বাংলা












CA:  সানাঊল হক হিমেল
DCA: তৌহিদ হোসেন পাপন
DCA: নুসরাত আমিন শান্তা
DCA: রিয়াদ হোসেন খান
DCA: আসাদ আজিম 

IV English






CA: Mabroor Wassey (IUT)
DCA: Rishad Sharif (IUT)
DCA: Nayeem Kashem (NSU)
DCA: Surprise......!!!!!!
DCA: Surprise......!!!!!

আন্তকলেজ বিতর্ক









CA:  শাকিল মাহবুব
DCA: তানিম আহমেদ  
DCA:  ফারাহ ফিবা 
DCA: জয়ন্ত ভৌমিক  

১ম ইইউডিসি আন্ত বিশ্ব বিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা ২০১৩

আয়োজকঃ ইস্টার্ন ইউনিভার্সিটি
তারিখঃ ১৪ ফেব্রুয়ারী - ১৫ ফেব্রুয়ারী

সংসদীয় বাংলা বিতর্ক
নিবন্ধন ফি ৬০০ টাকা

যোগাযোগঃ+8801911153494, +8801671356273 

আরো জানতে fb event

১ম মানুষ আন্ত কলেজ বিতর্ক প্রতিযোগিতা

৩১ জানুয়ারী । ফেসবুকে ইভেন্ট রয়েছে । আর কোন তথ্য পাওয়া যায়নি ।

fb event