সোমবার, ৪ মার্চ, ২০১৩

১ম ইউডিসি বিতর্ক প্রতিযোগিতা ২০১৩ ফলাফল

চ্যাম্পিয়নঃ জিওডি
রানার আপঃ জেইউডিএস ১
ডিবেটার অফ দ্যা ফাইনালঃ সাকিব বিন রশীদ

বুধবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৩

১ম ইউডিসি আন্তঃবিশ্ববিদ্যালয়য় বিতর্ক প্রতিযোগিতা ২০১৩ , বিচারক প্যানেল



 

সিএ আব্দুল্লাহ মো. শুকরানা

 



কো সিএঃ মেহেদি হাসান শোয়েব










ডিসিএঃ প্লাবন গাঙ্গুলি








ডিসিএঃ সাইফুদ্দিন মুন্না


ডিসিএঃ খন্দকার হাসানুল  বান্না 




ডিসিএঃ কৌশিক আজাদ প্রণয়

সোমবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৩

সুর্যসেন বিতর্ক ধারা ক্লাব বিতর্ক প্রতিযোগিতার ফলাফল

কলেজঃ

চ্যাম্পিয়নঃ জিএসসিডিসি
রানার আপঃ আরডিএস একুশ


ক্লাবঃ

চ্যাম্পিয়নঃ  জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি
রানার আপঃ জসীম উদ্দিন হল , ঢাকা বিশ্ববিদ্যালয় 

মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৩

বৃহত্তর নোয়াখালী বিতর্ক উৎসব ২০১৩।

মেধাবী বিতার্কিক মনোয়ার হোসেন শিবলুর স্মরণে 'আগামী ২২-২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বৃহত্তর নোয়াখালী বিতর্ক উৎসব ২০১৩। 'তারুণ্য আর যুক্তি, দুইয়ে মিলবে আগামীর মুক্তি' সেস্নাগানে লক্ষ্মীপুরের খিলবাইছা জিএফ ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে এ উৎসব আয়োজন করছে লক্ষ্মীপুর ডিবেট অ্যাসোসিয়েশন(এলডিএ)। উৎসবে তথ্যপ্রযুক্তি, ডিজিটাল বাংলাদেশ আর দেশ-বিদেশের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তির হালনাগাদ বিষয়ে যুক্তিতর্কে মেতে উঠবেন বিতার্কিকরা। বৃহত্তর নোয়াখালীর তিনটি জেলা ছাড়াও কুমিল্লা, চাঁদপুর ও ভোলা থেকে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রায় সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেবে। দুদিনের এ আয়োজনে থাকছে মনোমুগ্ধকর উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান, শোভাযাত্রা, আট ধরনের প্রদর্শনী বিতর্ক, কর্মশালা, প্রতিযোগিতা, মিট দ্য সেলিব্রেটি, ক্যাম্পফায়ার ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বিতার্কিকদের উৎসাহ দিতে খ্যাতনামা বুদ্ধিজীবী, সাংবাদিক, বিতার্কিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উৎসবে হাজির হবেন। । উৎসবে নিবন্ধন করার শেষ সময় ১০ ফেব্রুয়ারি। নিবন্ধনের জন্য যোগাযোগ : 01748903434,,016757543

সোমবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৩

বিতর্কের বিষয় তথ্য ও প্রযুক্তি

তথ্য ও প্রযুক্তি
লাগসই প্রযুক্তির চেয়ে টেকসই প্রযুক্তিই আমাদের অধিক প্রয়োজন
তথ্যপ্রযুক্তি নয়, কৃষিভিত্তিক শিল্প ব্যবস্থার উন্নয়নই আমাদের বেশি প্রয়োজন
বেসরকারিকরণই টেলিযোগাযোগ ব্যবস্থার উন্নতির একমাত্র উপায়
কপিরাইট আইনের দুর্বলতাই সফটওয়্যার শিল্প বিকাশের প্রধান বাঁধা
তথ্যপ্রযুক্তিই সাম্রাজ্যবাদীদের প্রধান হাতিয়ার
দারিদ্র্য বিমোচন নয়, তথ্যপ্রযুক্তির উত্তরণই বর্তমান শতকের প্রধান চ্যালেঞ্জ
লাগসই প্রযুক্তি উদ্ভাবন ব্যতীত জাতীয় উন্নয়নের চিন্তা অসম্ভব
এই মুহূর্তে প্রযুক্তির অধিক ব্যবহারই অর্থনৈতিক মুক্তি দিতে পারে
দক্ষ জনশক্তি নয় বরং সক্ষম উদ্যোক্তার অভাবেই তথ্যপ্রযুক্তি খাতে আমরা পশ্চাৎপদ
তথ্যপ্রযুক্তিই বাংলাদেশের একমাত্র অর্থনৈতিক সম্ভাবনা
তথ্যপ্রযুক্তির উত্তরণ নবীন-প্রবীন এর দ্বন্দ্বকে প্রকট করে তুলবে
তৃতীয় বিশ্বের অর্থনৈতিক উন্নয়নের জন্য তথ্যপ্রযুক্তির উন্নয়ন অপরিহার্য
প্রযুক্তির বাজারে আধিপত্যই বর্তমানে উন্নতির মূল মানদণ্ড
বর্তমান সামাজিক পরিবর্তন মূলত প্রযুক্তি নির্ভর
প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থাই কর্মসংস্থানের নিশ্চয়তা দিতে পারে
পারমাণবিক গবেষণার অধিকার উন্মুক্ত করে দেয়া উচিৎ
তথ্যপ্রযুক্তির বিকাশই মানুষকে সাহিত্যবিমুখ করেছে
তথ্যপ্রযুক্তি নব্য সাম্রাজ্যবাদের প্রধান হাতিয়ার
বিজ্ঞানের বড় বড় আবিষ্কারগুলো সভ্যতাকে হুমকীর সম্মুখীন করছে
বিজ্ঞান মনস্কতার অভাবই গ্রামীণ অনুন্নয়নের প্রধান কারণ

রবিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৩

৭ম সূর্যসেন স্মারক আন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতা ও যুগপূর্তি উৎসব ২০১৩”

সূর্যসেন বিতর্ক ধারা, ঢাকা বিশ্ববিদ্যালয় যুগপূর্তি উপলক্ষে আয়োজন করতে যাচ্ছে “৭ম সূর্যসেন স্মারক আন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতা ও যুগপূর্তি উৎসব ২০১৩”।

উৎসবের সময়সূচী.........

২২ ফেব্রুয়ারি,২০১৩ (সূর্যসেন হল অডিটোরিয়াম)

সকাল ৯ টাঃ ব্রিফিং সেশন
সকাল ১১ টাঃ প্রথম রাউন্ড বিতর্ক
সন্ধ্যা ৭টাঃ চলচ্চিত্র প্রদর্শনী

২৩ ফেব্রুয়ারি,২০১৩ (সূর্যসেন হল অডিটোরিয়াম)

২য় রাউন্ড বিতর্ক
কোয়ার্টার ফাইনাল বিতর্ক

২৪ ফেব্রুয়ারি,২০১৩ (নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন)

সকাল ৯টাঃ বিতর্ক কর্মশালা ও প্রতিযোগিতা (ঢাবি'র সকল নবীন শিক্ষার্থীদের জন্যে)
দুপুর ২টাঃ সেমিফাইনাল ও ফাইনাল বিতর্ক
বিকাল ৪টাঃ নবীনবরণ
বিকাল ৫টাঃ প্রদর্শনী বিতর্ক
সন্ধ্যা ৬টাঃ পুরস্কার বিতরনী ও সমাপনি অনুষ্ঠান

উৎসবের দিনগুলোতে আপনাদের উপস্থিতি আমাদেরকে অনুপ্রাণিত করবে।

প্রয়োজনেঃ
সভাপতি
আহছানুল হোসেন সোহাগ
০১৯২৪৬২৪৬৩৩

সাধারণ সম্পাদক
মোহাম্মদ শোয়াইব
০১৯১১৮৯৯৬১২

বঙ্গবন্ধু হল আন্তঃ ক্লাব বিতর্ক উৎসব ২০১৩


'সূর্যস্নাত প্রজন্ম- শুনি বিজয় ধ্বনি-কেঁপে ওঠে বাংলাদেশ' -এই প্রতিপাদ্য সামনে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ বছরের প্রথম বিতর্ক উৎসবে আপনাকে স্বাগত। দু-বছর পর আমরা আবারো ফিরে এলাম 'আন্তঃ ক্লাব বিতর্ক উৎসব ২০১৩' নিয়ে। উত্তাল গণ-আন্দোলনের দিনগুলোতে আমাদের মাঝে এসে নিত্য ধরা দিচ্ছে একেকটি শপথের দিন। আসুন প্রজন্মের দৃপ্ত শপথে, যুক্তিতে ঋদ্ধ করি আমাদের চেতনা। যুক্তির এ মিছিল নিয়ে ছিনিয়ে আনি বিজয়। কেঁপে ওঠা বাংলাদেশে প্রজন্মের উচ্চারণ হোক আরো বলিষ্ঠ,যুক্তিসিদ্ধ।বিস্তারিত আসছে শীঘ্রই...

সময়সূচীঃ
২৮-০২-২০১৩
সকাল ১১-০০ -রিপোর্টিং
বেলা ১২-৩০- লটারি ও ব্রিফিং

Battle-Round ‘71’ (1st Round)

বেলা ২-০০- বিষয় প্রদান
বেলা ২-৩০- বিতর্ক শুরু
বিকাল ৪-০০ –দ্বিতীয় পর্যায়
সন্ধ্যা ৬-০০- আপডেট

Round-2 -‘Victory 16’
১৬ টি দল নিয়ে-

সন্ধ্যা ৭-০০- প্রথম পর্যায়
রাত ৮-০০ দ্বিতীয় পর্যায়


০১-০৩ -২০১৩
কোয়ার্টার ফাইনাল- ‘Round- ক্যাকটাস’
৮ টি দল নিয়ে...

সকাল ১০-০০ বিষয় প্রদান
বেলা ১১-০০ বিতর্ক

সময়- ২-৩০ থেকে ...
Power Round- ‘৬ দফা’

এই পর্বে উত্তীর্ণ সেরা চারটি দল প্রত্যেকেই প্রত্যেকের সাথে বিতর্কে অবতীর্ণ হবেন। মোট ছয়টি বিতর্কে প্রত্যেক দল অপর তিনটি দলের সাথে বিতর্কে অংশ নিবেন সর্বোচ্চ পয়েন্ট প্রাপ্ত দুই দল ফাইনালে উত্তীর্ণ হবেন।

বিতর্কের নিয়মাবলীঃ
* সংসদীয় বিতর্কের প্রচলিত নিয়মে বিতর্ক অনুষ্ঠিত হবে।
* প্রধানমন্ত্রীর বক্তব্যের পর বিরোধী দল ১ মিনিট সময় পাবে কৌশল নির্ধারণের জন্য।

* রেজিস্ট্রেশন ফিঃ মাত্র ৩০০ টাকা ( যেহেতু কম, দিতে দেরি করবেন না )


যোগাযোগ-
সরোয়ার আলম সিকদার-
সভাপতি- ০১৮১৪২৭৫৪৯৩

মাহমুদুল হক
সাধারণ সম্পাদক- ০১৯২১৬৭৭৬৬২

ওমর ফারুক ফাহিম-
প্রতিযোগিতা ব্যবস্থাপক-০১৯১৩০৯৪৪০৮

শুক্রবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৩

থাবা বাবা খুন হয়েছে।




আহমেদ রাজিব হায়দার আহমেদ রাজিব হায়দার

রাজধানীর পল্লবী এলাকায় আহমেদ রাজিব হায়দার  খুন হয়েছে। আজ শুক্রবার রাত পৌনে দশটার দিকে তার মৃতদেহ বাসার কাছে রাস্তা থেকে উদ্ধার করেছে পুলিশ। পল্লবী থানা পুলিশ জানিয়েছেন, তাঁকে কুপিয়ে খুন করা হয়েছে।
কাদের মোল্লাসহ একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগের আন্দোলন নিয়ে ব্লগে সক্রিয় ছিলেন আহমেদ রাজিব।
  নিহত আহমেদ রাজিবের পিতার নাম নাজিম উদ্দিন। বাসা পল্লবীর পলাশ নগরে। রাত নয়টার দিকে রাজিব বাসা থেকে বের হয়ে যায়। এক ঘন্টা পরে তার মৃতদেহ রাস্তায় পড়ে থাকে। নিহত রাজিব পেশায় স্থপতি।
ব্লগারের বিভিন্ন সাইটে দেওয়া তথ্যে দেখা গেছে, নিহত রাজিবের সামহ্যায়ারইন ব্লগে ‘থাবা বাবা’ নামে নিয়মিত ব্লগ লিখতেন। শাহবাগের ঘটনা নিয়েও তিনি ব্লগে সক্রিয় ছিলেন