সোমবার, ৮ অক্টোবর, ২০১২

২য় এআইইউবি প্রথমআলো আইএফপি-এনডিএনএসসি জাতীয় কলেজ পরিবেশ বিতর্ক প্রতিযোগিতা ২০১২ বিষয়

২য় জাতীয় বিতর্ক প্রতিযোগিতার বিষয় সমূহ-
১ম রাউণ্ডঃ
ক। তৃতীয় বিশ্বের জনসংখ্যাই পরিবেশ বিপর্যয়ের জন্য দায়ী ।
খ। শিল্পোন্নত বিশ্বের আগ্রাসী মনোভাবই পরিবেশ বিপর্যয়ের প্রধান কারণ ।
গ। নৈতিক মূল্যবোধের অবক্ষয়ই পরিবেশের বর্তমান অবস্থার জন্য দায়ী ।

২য় রাউণ্ডঃ
ক। ভারসাম্যহীন পরিবেশই সৃষ্টি করে ভারসাম্যহীন অর্থনীতি ।
খ। খাদ্যে বিষক্রিয়া অপরিকল্পিত নগরায়নের ফসল ।
গ। পরিবেশ দূষণই জাতীয় অগ্রগতির পথে প্রধান অন্তরায়।

কোয়ার্টার ফাইনালঃ
ক। রাষ্ট্র সমূহের উদ্যোগ নয়, সামাজিক আন্দোলনই পারে পরিবেশ দূষণ রোধ করতে ।
খ। পরিবেশ সংরক্ষণে প্রতিক্রিয়ামূলক পদক্ষেপ নয় বরং প্রয়োজন সতর্কতামূলক পদক্ষেপ।
গ। দক্ষ প্রশাসনই পারে দূষণমুক্ত নগরী গড়তে ।

সেমি ফাইনালঃ
ক। ভবিষ্যৎ পৃথিবীর লক্ষ্য পরিবেশ দূষণ রোধ নয়, পরিবেশ বিশুদ্ধকরন।
খ। আগামীর সংকট ক্ষুধার নয়, পরিবেশের।

ফাইনালঃ
ক। ফিরিয়ে দাও অরণ্য, লও এ স্বাধীনতা।