সোমবার, ৩০ এপ্রিল, ২০১২

মাত্রা বিতর্ক

এই বিতর্কটা মূলত প্রতিযোগিতা গুলোতে হয় না সাধারণত ।ফরিদপুরে ফরিদপুর ডিবেটিং ফোরাম( এফডিএফ) এই বিতর্ক তাদের বিভিন্ন অনুষ্ঠানে করে থাকে।
এই বিতর্কে তিনটি দল থাকে । ৩ জন বা ২ জনের দল হতে পারে। একটি দল পক্ষে কথা বলে , একটি বিপক্ষে এবং আরেকটি দল দুই পক্ষের স্ট্যান্ডের মাঝামঝি সম্বনয় করে কথা বলে।
বিতর্কের বিষয় হয় সাধারণত তুলনামুলক ।যেমন ৭১ নয় ৫২ সেরা । একদল ৫২  সেরা তার জন্য যুক্তি প্রদান করবে , বিপক্ষ ৭১ কে সেরা প্রমান করবে । আর মাঝের দলটা ৫২ বা ৭১ এর পক্ষে না গিয়ে দুটি জিনিস নিয়ে কথা বলতে পারবে যেমন তারা বলতে পারে যে দুটি সময়ের বিচারে দুটিই হয়ত সেরা কিন্তু আমাদের জীবনের গুরুত্বে কোনটাই কম না।

 ক্রমঃ  প্রথমে পক্ষ ১ম , তারপর বিপক্ষ ১ম তারপর মাঝের ১ম ,
তারপর পক্ষ ২য় , বিপক্ষ ২য় এবং শেষ এ মাঝের ২য়

সাধারণত কোন যুক্তি খণ্ডন থাকে না ।

মাত্রা বিতর্ক এখন ও আমাদের দেশে তেমন ভাবে প্রচলিত নয় । আমরা আশা করি এটি বাংলাদেশে ছরিয়ে যাবে ।