মঙ্গলবার, ১৮ ডিসেম্বর, ২০১২

শীতার্তদের জন্য আমরা





  • খুব বড় বা কঠিন কিছুও নয়।


    আমরা কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র । একটি সাধারণ ও ছোট্ট উদ্দেশ্যে একত্রিত হওয়া।

    আমাদের দেশে শীতের প্রকোপে কষ্ট পায় অনেক মানুষ । সারা দেশের সবার জন্য করতে না পারলেও ঢাকা শহরের যেই মানুষ গুল শীতের প্রকোপে কষ্ট পায় তাদের জন্য আমরা কিছু সহযোগিতা করতে চাই ।

    এমন নয় বাসা থেকে নিজের আলমারি খুলে নিজের কাপড় বা নিজের মানিব্যাগ থেকে সাহায্য করা প্রয়োজন। কিন্ত পুরনো কিছু কাপড় (তবে অবশই পরিধানযোগ্য, ছেড়া ন্যাকড়া নয়) donate করা কি খুব কঠিন কিছু? হয়ত বাসার এক কোণে পরে আছে, ২/৩ দিন পর খুজেও পাওয়া যাবে না

    কেউ হয়ত ভাববেন সময় কই এত কিছুর? আসলেই
    তবে এতটুকু বলতে পারি আমরা বিভিন্ন স্থানে নির্দিষ্ট দিনে সংগ্রহের জন্য যাব। সবার বাসায় গিয়ে সংগ্রহ সম্ভব নয়, কিন্তু যদি আপনি আসলেই চান, বাসা থেকে বের হয়ে ৫ মিনিট খরচ করে একটা অসহায় মানুষের জন্য কিছু একটা করতে পারেন।


    আপনার পুরোনো কাপড় , অনুদান দিয়ে আমাদের সাহায্য করতে পারেন ।
    আমরা ১৯ ডিসেম্বর থেকে কাপড় ও অনুদান সংগ্রহ করব যা শেষ হবে ২ জানুয়ারী ।

    আমরা বিভিন্ন জায়গায় ২১/১২/১২ ও ২৮/১২/১২ তে থাকব ।
    এছাড়াও আমরা বিভিন্ন এলাকায় প্রতিদিনই সংগ্রহ করব । আপনি যদি চান আমাদের সাথে যোগ দিতে পারেন । আমাদের সাহায্য করতে পারেন । বিভিন্ন এলাকায় আমাদের সদস্যরা থাকবে , আপনি যদি আমাদের সাহায্য করতে চান তাহলে আমদের ফোন করলেই আমাদে সদস্যরা গিয়ে নিয়ে আসবে ।

    মালিবাগ , মৌচাক , কাকরাইল , শান্তি নগরঃ ০১৬৭৫৭৮৬০৫০

    বাসাবোঃ ০১৮৩৪৮৩৮১৭৩

    মোহাম্মদপুরঃ ০১৬৮০৪৬৬৪১৪

    ধানমন্ডি ০১৬৮৫৭২৯৫৪৮

    ঢাকা বিশ্ববিদ্যালয়ঃ ০১৯২১৯৫০৭১৪

    গুলশানঃ ০১৮৩৫৬০১৩৯৪

    মিরপুরঃ ০১৬৭৬৫২৫৮৭৭


    পুরান ঢাকাঃ০১৬৮০২৭৭০৪৭ , ০১৬৭০২৫৮৬৭১
    fb event