বুধবার, ১২ ডিসেম্বর, ২০১২

বিতর্কের বিষয় হরতাল

হরতালে অধিকাংশ মানুষের অনাস্থা এসেছে।
হরতাল- ধর্মঘটের রাজনীতিই জাতি কে পশ্চাৎপদ করে রেখেছে ।
হরতাল - ধর্মঘটের বিকল্পানুসন্ধানে ব্যররথতাই রাজনীতির অনুর্বরতা প্রমান করে।
মালিকশ্রেনীর শিল্প ও মনস্তত্ত্বজ্ঞানের অভাবই হরতাল - ধর্মঘটের আধিক্য সৃষ্টি করে।
হরতাল যুগে যুগে আমাদের বিপ্লবের মাধ্যম ।
হরতাল আসলে মানুষের কথা বলে