বুধবার, ১২ ডিসেম্বর, ২০১২

আমরা আর কোন বিশ্বজিৎ চাই না , স্বাভাবিক মৃত্যুর নিশ্চ্যতা চাই

যদিও এটি বিতর্কের কোন বিষয় নয় তবু পোস্ট করলাম
আমরা যেকোনো দলেরই মতাদর্শে বিশ্বাস করতে পারি, গণতান্ত্রিক অধিকারের বদৌলতে আজ আমরা যেকোনো দলকে সমর্থন করতে পারি সেসাথে দলের স্বার্থের জন্য আনন্দোলন’ও করতে পারি। কিন্তু দলের আগে দেশ, আর সেই দেশের জনগনকে প্রকাশ্যে বিনাবিচারে দলের খাতিরে হত্যার অধিকার কারো নেই। আমাদের দৃঢ় বিশ্বাস, আমরা যে দলই করি না কেন, আমাদের মধ্যে যাদের “মানবতাবোধ” রয়েছে, তারা সবাই আমাদের নোংরা রাজনীতির বলির পাঠা বিশ্বজিৎ-এর জন্য সমবেদনা জানিয়েছি, হত্যাকারী সেসব পশুগুলোর কথা ভেবে ঘৃণায় নাক কুঁচকেছি। কিন্তু দূর্ভাগ্যের কথা হল, আমাদের পরর্বত ী প্রজন্ম যখন আমাদের জিজ্ঞেসা করবে আমি এককভাবে এ নোংরামির প্রতিবাদে কি করেছি, তখন আমাকে চুপ করে থাকতে হবে। আমাকে যখন প্রশ্ন করা হবে, আমি বিশ্বজিৎ এর মায়ের জায়গায় থাকলে অথবা আমার সন্তানের সাথে এমন হলে আমি কি করতাম, তখন’ও আমাকে চুপ করে থাকতে হবে। হ্যা আমাদের চুপ করেই থাকতে হবে, যতদিন আমরা প্রতিবাদে সোচ্চার হবনা, ততোদিন পর্যন্ত শয়ে শয়ে বিশ্বজিৎ লাশ হবে, হাজার হাজার মানুষ বিভ্রান্তির শিকার হবে... আপামর জনতা আত্মগ্লানিতে শেষ হতে থাকবে আর এই নোংরা রাজনীতির বলির পাঠা হতে থাকবে। আমরা আর একজন বিশ্বজিৎ হতে চাই না। চাই না আর কোন সাংবাদিকদের অপমৃত্যু। চাই না অকালে হারাতে তারেক মাসুদ অথবা মিশুক মনিরের মত আর কাউকে। আমরা আমাদের আর কোন বৌদ্ধবন্ধুকে কাদঁতে দেখতে চাই না। চাই না পূজার আতশবাজির শব্দে মৃত্যুভয়ে কাঁপতে। আমরা নীমতলির অথবা গার্মেন্টেসের আগুনে পোড়া সেইসব হতভাগা হতে চাই না। চাই না আমাদের সন্তান মিরসরাইয়ের মত কোনো দূর্ঘটনার শিকার হোক। আমরা স্বাভাবিক মৃত্যু চাই। “স্বাভাবিক মৃত্যুর” দাবিতে এবং অনাকাংক্ষিত দূর্ঘটনায় হারানো সকল জীবনের আত্মার শান্তি কামনায় ও তাদের হত্যাকারিদের সুষ্ঠ বিচারের দাবিতে বিজয় দিবসে আমরা একত্রিতভাবে শহীদ মিনার প্রাঙ্গনে সকলের উপস্থিতি প্রার্থনা করছি। একই সাথেঃ দুপুর ২’টা থেকে আমাদের বিভিন্ন কর্মসূচী শুরু করা হবে। ১. প্রতিবাদের জন্য প্ল্যাকার্ড/পোস্টার তৈরি ২. বিশ্বজিৎ-এর মৃত্যুর সুষ্ঠ বিচারের দাবিতে বোর্ডে কমেন্ট/সাক্ষর সংগ্রহ ৩. প্রতীকী সাজে বিক্ষোভ প্রকাশ ৪. মোমবাতি প্রজ্জ্বলন ৫. সমসাময়িক ঘটনা একত্রিকরনে ভিডিও ক্লিপ পরিচালন পরর্বতী প্রজন্মের কাছে জবাবদিহিতা জন্য এবং নিজেদের বর্তমান সুনিশ্চিত করার জন্যই আমাদের এই আয়োজন। কোনো রাজনৈতিক বা সাংগঠনিক দলের সাথে আমরা সম্পৃক্ত নই, এবং সমসাময়িক ঘটনা ব্যতীত অন্য কিছু দ্বারা প্রভাবিত নই। এই আয়োজনের পিছনে আমাদের কোনো রাজনৈতিক অথবা বাণিজ্যিক উদ্দেশ্য নেই, সে সাথে যেকোনো সাধারণ ব্যক্তি এই আয়োজনের সাথে সংযুক্ত হবার অধিকার রাখে।
আর ও জানতে fb event